ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘৭৮টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব‌্যবস্থা চালু হয়েছে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৮ অক্টোবর ২০২০  
‘৭৮টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব‌্যবস্থা চালু হয়েছে’

আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর সময়ে দেশে দুই-একটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব‌্যবস্থা ছিল। বর্তমানে ডেডিকেটেড কোভিড হাসপাতালসহ ৭৮টি সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হয়েছে।’

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘রোল অব সার্জনস ইন কোভিড পেনডেমিক: বাংলাদেশ পার্সপেকটিভ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির তিনি বক্তব্যে এ তথ‌্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় বাংলাদেশের প্রায় ১১৫ জন অভিজ্ঞ চিকিৎসক মারা গেছেন। এ ক্ষতি পূরণ হবার নয়। তাদের এই ত্যাগের ফলে দেশের মানুষের কর্মক্ষেত্র সচল আছে। তাই তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আমরা চির কৃতজ্ঞ।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সার্জনদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আজিজ, বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ এবং বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ। সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলম। সঞ্চালনা করেন ডা. এ এম কামরুল আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া। 

অনুষ্ঠানে চিকিৎসাসেবায় অবদানের জন্য বিভিন্ন সার্জনকে পুরস্কার দেওয়া হয়।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়