ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার মদদ দাতাদের মুখোশ উন্মোচনে বিচার বিভাগীয় কমিশন দাবি

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৩৯, ১৯ অক্টোবর ২০২০
বঙ্গবন্ধু হত্যার মদদ দাতাদের মুখোশ উন্মোচনে বিচার বিভাগীয় কমিশন দাবি

জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস খুনিদের নেপথ্যে মদদ দাতাদের মুখোশ উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

জাতীয় প্রেসক্লাবে সোমবার (১৯ অক্টোবর) শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের ট্র‌্যাজেডির পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে থাকে। শুরু করে সাম্প্রদায়িকতা ও ঘৃণার রাজনীতি।  তার পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধিরা পুনর্বাসিত হয় এবং ইতিহাসের চাকা পেছনে ঘুরতে থাকে।

ডা. মুরাদ বলেন, তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে এবং জানাতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার কথা সবাইকে অবহিত করতে হবে। স্বাধীনতা বিরোধিদের অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে। তবেই শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন সার্থক হবে।

চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, শিল্পী খন্দকার রফিকুল আলম, সাংবাদিক মানিক লাল ঘোষ, অভিনেত্রী অরুনা বিশ্বাস, তারিন, শাহনুর প্রমুখ।

 আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়