ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভুটান-বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১৯ অক্টোবর ২০২০  
ভুটান-বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই

ভুটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাজ চলছে এবং তা শিগগিরই বাস্তবায়িত হতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গৃরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়। সবজি প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

 ভুটান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও এ সময় আলোচনা হয়।

হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়