ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বস্ত্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২০ অক্টোবর ২০২০  
বস্ত্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ভারতে বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণ ঘটাতে চায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয়। এ পাট থেকে এখন উচ্চ মানের ও আকর্ষণীয় বহুমুখী পণ্য উৎপাদিত হচ্ছে, তার সামান্য পরিমাণ ভারতে রপ্তানি হয়। বাংলাদেশ ভবিষ্যতে আরও বেশি পাটজাত পণ্য ভারতে রপ্তানি করতে চায়।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারত বস্ত্র ও পাট খাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটাতে চায়।’

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়