ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক পরিসংখ্যান গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২০ অক্টোবর ২০২০  
‘আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক পরিসংখ্যান গুরুত্বপূর্ণ’

পরিসংখ‌্যান ও তথ‌্য ব‌্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী (ফাইল ফটো)

পরিসংখ‌্যান ও তথ‌্য ব‌্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জাতীয় পরিকল্পনার জন‌্য সঠিক ও সময়োচিত পরিসংখ্যান প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে পরিসংখ‌্যান ব‌্যুরোর অডিটোরিয়ামে বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করছে বাংলাদেশ। এবার দিবসটির প্রতিপাদ‌্য ‘কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা, উই ক্যান ট্রাস্ট’।

মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘তথ্য সংগ্রহের ক্ষেত্রে মানুষকে সম্পৃক্ত করতে হবে। তাদের কাছে পৌঁছাতে পারলে সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে।’

সভাপতির বক্তব্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম বলেন, ‘যেকোনো দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সঠিক ও সময়মতো পরিসংখ্যানপ্রাপ্তি গুরুত্বপূর্ণ। করোনার কারণে জনশুমারি বিলম্বিত হচ্ছে। এটি হলে এসডিজি পরিমাপক ২৯টি নির্দেশকের তথ্য পাওয়া সম্ভব হবে।’

উল্লেখ্য, ২০১০ সাল থেকে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে। প্রতি পাঁচ বছর পর দিবসটি পালিত হয়।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়