ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কৃষি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:৫৪, ২০ অক্টোবর ২০২০
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কৃষি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ

বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় কৃষিমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুত থাকতে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন। সভা সঞ্চালনা করেন কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান, প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘ইউরোপের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে। এই দ্বিতীয় ঢেউ যদি বাংলাদেশে আসে, তাহলে সবচেয়ে বেশি আক্রান্ত হবে কৃষি খাত। যে ধরনের পরিস্থিতিই আসুক না কেন, তা মোকাবিলা করে কাজ অব্যাহত রাখতে হবে। সেজন্য সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে।’ 

সভায় জানানো হয়, চলমান ২০২০-২১ অর্থবছরে এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৬৮টি প্রকল্পের অনুকূলে ২ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ৯ ভাগ। 

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়