ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরিতে সহযোগিতার আশ্বাস ভারতের

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২১ অক্টোবর ২০২০  
বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরিতে সহযোগিতার আশ্বাস ভারতের

সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার

ভারতের মাহিন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান যাতে বাংলাদেশে কারখানা স্থাপন করে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরি ও সংযোজন এবং যন্ত্রাংশ তৈরিতে বিনিয়োগ করে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।

বুধবার (২১ অক্টোবর) সচিবালয়ে কৃষিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, কৃষিযন্ত্র তৈরি, অ‌্যাগ্রো ও ডেইরি প্রসেসিং, বীজ প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। সম্প্রতি সরকার প্রায় ৩ হাজার কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প গ্রহণ করেছে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে প্রচুর কৃষিযন্ত্রের প্রয়োজন হবে। ভারতের কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন‌্য বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ আছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরি ও অ্যাসেম্বল এবং যন্ত্রাংশ তৈরি করতে পারে।’ 

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘মাহিন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরি, অ্যাসেম্বল এবং যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, বিজ্ঞানীদের প্রশিক্ষণ, বিটি কটন, ভুট্টা, কাজু বাদামসহ অন‌্যান‌্য শষ‌্যের উন্নত জাতের বীজ ও চারা সরবারহ, ডেইরি ও অ‌্যাগ্রো প্রসেসিং খাতে সহযোগিতা করা হবে।‘ 

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়