ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘চারারোপণ কর্মসূচি বাংলাদেশকে নিরাপত্তার ছাদ তৈরি করে দেবে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২২ অক্টোবর ২০২০  
‘চারারোপণ কর্মসূচি বাংলাদেশকে নিরাপত্তার ছাদ তৈরি করে দেবে’

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চারারোপণ কর্মসূচি বাংলাদেশকে একটি নিরাপত্তার ছাদ তৈরি করে দেবে।

মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) চারারোপণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।  

তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশে এক কোটি চারারোপণের কর্মসূচি বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশকে উপহার দিয়েছেন। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে এর আবহাওয়া ও জলবায়ু ঠিকভাবে রাখতে হবে। সুতরাং আমরা যত বেশি গাছ লাগাবো নিরাপত্তার ছাদটা তত মজবুত হতে থাকবে।

চারারোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৫০০টি চারারোপণের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৬ জুলাই কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা/আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়