ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

তেজগাঁও থেকে প্রতারক চক্রের প্রধান গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৩ অক্টোবর ২০২০  
তেজগাঁও থেকে প্রতারক চক্রের প্রধান গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়া এলাকা থেকে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নাখালপাড়া এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে অলি উল্লাহ নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ও আইডি উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, অলি উল্লাহ নিজেকে বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। প্রতারক চক্রটির বিভিন্ন সদস্যকে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অলি উল্লার সম্পৃক্ততা বেরিয়ে আসে। সে চক্রের প্রধান। এরপরই মূলত তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, সম্প্রতি চক্রটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিল। তারা ওই ফেসবুক আইডিতে চাকরিতে নিয়োগ দেওয়ার কথা বলে প্রচার চালায়। যার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া। অলি উল্লাহকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা/মাকসুদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়