ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিমানের আসনের নিচ থেকে ৭ কেজি সোনা জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৩ অক্টোবর ২০২০  
বিমানের আসনের নিচ থেকে ৭ কেজি সোনা জব্দ

বিমানের আসনের নিচ থেকে ৭ কেজির বেশি ওজনের ৬৮টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 

শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই সোনারবার জব্দ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে তৎক্ষণিক শুল্ক গোয়েন্দা চোরাচালান প্রতিরোধের কর্মকর্তারা ভোরে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সকাল সাড়ে দশটার দিকে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। পরে ফ্লাইটের ৪টি আসনের নিচে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন ৭ কেজি বেশি। বাজারমূল্য ৪ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা।

এ ঘটনায় গোয়েন্দা অধিদপ্তর বিমানবন্দর থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা/মাকসুদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়