ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:১৩, ২৩ অক্টোবর ২০২০
উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ

বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি। ফলে শনিবার (২৪ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আব্দুর রহমান।

তিনি জানান, খুলনা দিয়ে নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। তবে নিম্নচাপের প্রভাবে আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

এদিকে সকাল ৬টার পর দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। তবে সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৪ মিলি. বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালির খেপুপাড়ায়। 

অন্যদিকে আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বুলেটিনে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকা/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়