ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২৩ অক্টোবর ২০২০  
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

রাজধানীর ধানমন্ডির একটি মাদ্রাসার ১২ বছরের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আবদুর রহমান বশির পলাতক রয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান রাইজিংবিডিকে বলেন, গত ১৮ অক্টোবর ধানমন্ডির উম্মুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পলাতক শিক্ষক ছাত্রকে মারধর করেন। যার অভিযোগে আমরা মামলা নিয়েছি। তবে বলাৎকারের বিষয়টি এখনই বলতে পারছি না। তদন্তের পর বলা যাবে। সেক্ষেত্রে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর মাদ্রাসার সামনে ওই ছাত্রের পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন করেন। এসময় তারা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বলাৎকারের তীব্র প্রতিবাদ জানান।

তারা অভিযোগ করেন, ঘটনার দিন ওই শিক্ষক ছাত্রকে শুধু মারধরই করেননি, গলা ধরে তাকে বলাৎকারের চেষ্টা করেছিলেন। এ কারণে সে এখন ঠিকমতো কথা বলতে পারছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রকে মারধরের প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকে মাদ্রাসা থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ঢাকা/মাকসুদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়