RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৫ অক্টোবর ২০২০  
রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ফটো)

মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এটি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর সংসদে রাষ্ট্রপতি এ ভাষণ দেবেন। গত ২২ মার্চ এ ভাষণ দেওয়ার কথা ছিল। করোনার কারণে তখন এটি স্থগিত হয়ে যায়। এটাকে বর্তমান প্রেক্ষাপটে একটু মডিফাই করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘ভাষণে বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন এবং তার কর্মের দিকে আলোকপাত করা হয়েছে। এছাড়া, কোভিড-১৯ এর সময় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং কীভাবে এই ভাইরাস মোকাবিলা করা হয়েছে, সে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। করোনার মধ্যে সরকার ও রাষ্ট্র যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছে, অর্থনীতির চাকা সচল রেখেছে, তা রাষ্ট্রপতির ভাষণে থাকবে।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়