ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেনাপ্রধানের কোনো ফেসবুক অ‌্যাকাউন্ট নেই: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১০:১৪, ২৬ অক্টোবর ২০২০
সেনাপ্রধানের কোনো ফেসবুক অ‌্যাকাউন্ট নেই: আইএসপিআর

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (ফাইল ফটো)

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেছে সেনাবাহিনী।

রোববার (২৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত অ্যাকাউন্ট/আইডি নেই। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া আইডিতে বিভিন্ন প্রকার স্ট্যাটাস/তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্য মিথ্যা হিসেবে গণ্য করতে সবাইকে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক করা হয়েছিল।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়