RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৮ রবিউস সানি ১৪৪২

ইন্দোনেশিয়া থেকে এলো আরও ২০টি রেল কোচ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৫ অক্টোবর ২০২০  
ইন্দোনেশিয়া থেকে এলো আরও ২০টি রেল কোচ

রেলের বহরে আধুনিক কোচ বাড়ানোর লক্ষ্যে একের পর এক নতুন কোচ আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে ২০০ মিটারগেজ কোচ আমদানি প্রকল্পের আওতায় নবম ও শেষ ধাপে ইন্দোনেশিয়া থেকে আরও ২০টি নতুন মিটারগেজ কোচ দেশে এসেছে।

রোববার (২৫ অক্টোবর) প্রকল্প পরিচালক বোরহান উদ্দিন এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে কোচবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। আজ (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়বে। এরপর কোচগুলো আনলোড শুরু হবে। নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নেওয়া হবে।

এর আগে আট ধাপে ১৮০টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের দাম ৩ কোটি ৩ লাখ টাকা।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়