RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

এমপি মাসুদ উদ্দিন ও তার স্ত্রী করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:০২, ২৬ অক্টোবর ২০২০
এমপি মাসুদ উদ্দিন ও তার স্ত্রী করোনা আক্রান্ত

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তারা চিকিৎসাধীন রয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি মাসুদ উদ্দিন চৌধুরী নিজেই একথা জানিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) এমপির ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান, মাসুদ উদ্দিন চৌধুরী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার (২৪ অক্টোবর) তিনি ও তার স্ত্রী ঢাকার একটি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।

রোববার (২৫ অক্টোবর) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে চিকিৎসকের পরামর্শে তাদের সিএমএইচ- এ ভর্তি করা হয়েছে। সেখানে দুজনেই চিকিৎসা নিচ্ছেন।

নঈমুদ্দীন/এসএম

সর্বশেষ

পাঠকপ্রিয়