ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নীতির রাজাকে ধারণ ও চর্চা করাই রাজনীতি’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ অক্টোবর ২০২০   আপডেট: ২২:১৩, ২৬ অক্টোবর ২০২০
‘নীতির রাজাকে ধারণ ও চর্চা করাই রাজনীতি’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘নীতির রাজাকে ধারণ ও চর্চা করাই হচ্ছে রাজনীতি। এজন্য রাজনীতিকে আরও পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল করা দরকার।’

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীতে শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধি প্রাঙ্গণে বরিশাল বিভাগ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরেবাংলার ১৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদদীন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা সমিতির সভাপতি সাবেক সচিব মো. শামসুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল ও শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন,  ‘শেরেবাংলা এ কে ফজলুল হক কৃষকের বেদনা বুঝতেন, কৃষকের চাওয়া-পাওয়া ও সমস্যা বুঝতেন। তিনি এ ভূখণ্ডের মানুষের মধ‌্যে মৌলিক পরিবর্তন আনতে চেয়েছিলেন। সে পরিবর্তন আনার রাজনীতি তত সহজ ছিল না।‘

আলোচনা সভার আগে মন্ত্রী ও অন্যান্য অতিথি শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ঢাকা/ আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়