ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাটকল-বিজেএমসির প্রতিনিধি অনুপস্থিত থাকায় কমিটির অসন্তোষ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:০৯, ২৮ অক্টোবর ২০২০
পাটকল-বিজেএমসির প্রতিনিধি অনুপস্থিত থাকায় কমিটির অসন্তোষ

বন্ধঘোষিত পাটকল শ্রমিক ও বিজেএমসির প্রতিনিধি উপস্থিত না থাকায় বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১০ম বৈঠকে এ অসন্তোষ প্রকাশ করা হয়।

কমিটির সভাপতি মো. মুজিবুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। সদস্য শাজাহান খান এবং শামসুন নাহার বৈঠকে উপস্থিত ছিলেন।

বন্ধঘোষিত পাটকল শ্রমিক ও বিজেএমসির প্রতিনিধিরা উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। পাটকল শ্রমিকদের ভবিষ্যৎ কর্মপন্থা নিরূপণ ও বিভিন্ন সমস্যার সমাধানে আগামী বৈঠকে তাদের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সদস্য শাজাহান খান নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন একটি ঘটনায় ‘দুইজন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করছে’ মর্মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে একটি চিঠিতে তার নাম জড়ানোয় কমিটির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয় এবং বৈঠকে দ্রুত চিঠি দেওয়ার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব,বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়