ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গৃহায়ণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে শূন্যপদে জনবল নিয়োগের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:১০, ২৮ অক্টোবর ২০২০
গৃহায়ণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে শূন্যপদে জনবল নিয়োগের সুপারিশ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের শূন্যপদে দক্ষ জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৬তম বৈঠকে এ সুপারশি করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য মো. মুজিবুল হক, ফখরুল ইমাম এবং গোলাম মোহাম্মদ সিরাজ বৈঠকে উপস্থিত ছিলেন।  
 
বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন থেকে ২৩তম অধিবেশন পর্যন্ত এবং সম্প্রতি সমাপ্ত একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিশ্রুতির বিবরণ, প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

এতে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আইএমইডির সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়