RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৯ অক্টোবর ২০২০  
মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই

মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো (ফাইল ফটো)

কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হায়দার আনোয়ার খান জুনো দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিউ) ছিলেন তিনি। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্থানান্তর করা হয়।

১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন হায়দার আনোয়ার খান জুনো। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

হায়দার আনোয়ার খান জুনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেন। তিনি সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর ছোট ভাই।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন হায়দার আনোয়ার খান জুনো।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়