ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা মোকাবিলায় ৫ কোটি ডলার ঋণ দেবে দ. কোরিয়া

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৪৮, ২৯ অক্টোবর ২০২০
করোনা মোকাবিলায় ৫ কোটি ডলার ঋণ দেবে দ. কোরিয়া

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে ৫০ মিলিয়ন (৫ কোটি) মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। 

এছাড়া করোনা সংকট মোকাবিলায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৮ লাখ ডলার মূল্যমানের টেস্ট কিট এবং অন্যান্য সরঞ্জাম অনুদান দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এক্সিম ব্যাংক কোরিয়া পরিচালিত উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার জন্য একটি অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে এই ঋণ সরবরাহ করা হবে।

তবে ঋণের সুদ এখনো জানানো হয়নি।  দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে ঋণের পরিমাণ কম হবে।

এখন পর্যন্ত দ. কোরিয়া ২৪টি প্রকল্পের জন্য ইডিসিএফ সরবরাহ করেছে ১.১৪ বিলিয়ন ডলার সরবরাহ করেছে। এখাতে দ্বিতীয় বৃহত্তম প্রাপক দেশ বাংলাদেশ।

ঢাকা/হাসান/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়