ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিশ্ববাসীর জন‌্য রহমত হিসেবে পৃথিবীতে এসেছিলেন মোহাম্মদ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২৯ অক্টোবর ২০২০  
‘বিশ্ববাসীর জন‌্য রহমত হিসেবে পৃথিবীতে এসেছিলেন মোহাম্মদ’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আরব বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মহান আল্লাহতাআলা তার প্রিয় হাবিব হযরত মোহাম্মদকে (সা.) রহমত হিসেবে বিশ্বজগতে পাঠিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।
 
রওশন এরশাদ বলেন, সবধরনের কুসংস্কার, গোড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খলা ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছেন মহানবী মোহাম্মদ (সা.)। তিনি নিজ যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন দুঃখ - কষ্টের বিনিময়ে যে জীবনাদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করা গেলে বিশ্বব‌্যাপী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।  

সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) এর মহান আদর্শ অনুসরণ করে মুসলিম উম্মাহর প্রতি ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

রাইজিংবিডি/ঢাকা/নঈমুদ্দীন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়