ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে চারারোপণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৯ অক্টোবর ২০২০  
মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে চারারোপণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি চারারোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চারারোপণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।

চারারোপণ শেষে মো. শামসুল হক টুকু বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত চারারোপণ কর্মসূচির ধারাবাহিকতায় জাতীয় সংসদ প্রাঙ্গণে কর্মসূচিতে অংশ নিতে পেরে আমি গর্বিত, আনন্দিত এবং উদ্বেলিত।

মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৩৫০ থেকে ৫০০টি চারারোপণের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৬ জুলাই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

ঢাকা/হাসিবুল/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়