RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

রাসুলুল্লাহ (সা.) এর অবমাননা সহ্য করা হবে না: আল্লামা আরিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৩০ অক্টোবর ২০২০  
রাসুলুল্লাহ (সা.) এর অবমাননা সহ্য করা হবে না: আল্লামা আরিফ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ঢাকা মহানগর সভাপতি ও চাঁদপুরের ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী বলেছেন, আজ সারা বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন হচ্ছে।  এই দিনে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, রাসুলুল্লাহ (সা.) এর অবমাননা সহ্য করা হবে না। 

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল্লামা খাজা আরিফুর রহমান বলেন, আমরা সবাই ফ্রান্স এবং ফ্রান্সের পণ্য বয়কট করবো। সরকারকে অনুরোধ করবো, তারা যেন কূটনৈতিকভাবে ফ্রান্সকে বয়কট করে।

পরে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ শান্তি কামনা করে মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কমলাপুর গিয়ে শেষ হয়।

নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়