Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৪ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

সর্বত্র পুলিশের প্রয়োজন: ঢাবি ভিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩১ অক্টোবর ২০২০  
সর্বত্র পুলিশের প্রয়োজন: ঢাবি ভিসি

রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘জীবন ও সমাজের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে পুলিশের উপস্থিতি প্রয়োজন নেই। পুলিশের প্রয়োজন সর্বত্র আছে।’

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢ‌াবির উপাচার্য বলেন, ‘শান্তিতে, সংকটে, দুর্ঘটনায় পুলিশ সামনের সারিতে থেকে আমাদের জন্য কাজ করছে। সে কারণে তাদের উৎসাহ দেওয়া ও ভালো কাজকে সামনে আনা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। পুলিশের দৃষ্টিভঙ্গি ও দর্শনে পরিবর্তন এসেছে। সর্বত্র পুলিশের যে সহযোগিতা আমরা পাচ্ছি, তা এই কমিউনিটি পুলিশিং সুবিধার অংশ হিসেবে আমরা ভোগ করছি।’

‘মুজিববর্ষের মূলমন্ত্র—কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যের প্রশংসা করে উপাচার্য আরও বলেন, ‘পুলিশ ও কমিউনিটির সদস্যরা আমাদের সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য নানাবিধ অপরাধ হ্রাস করতে কাজ করছে। বর্তমানে ইউনিভার্সিটির গ্রাজুয়েটরা পুলিশে আসতে আগ্রহী হচ্ছে। তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। মানুষের আস্থা বেড়েছে। ব্যক্তি পর্যায়ে কখনও কখনও অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে দেশ, সমাজ ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পুলিশের হাজার হাজার ভালো কাজের উদাহরণ আছে। তারা সমাজের যেকোনো অপরাধ প্রতিরোধে ও অসহায়দের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়