ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রতিবন্ধী রিকশাচালকদের সড়ক অবরোধ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:১৫, ১ নভেম্বর ২০২০
প্রতিবন্ধী রিকশাচালকদের সড়ক অবরোধ 

রাজধানীতে রিকশা চালানোর দাবিতে শ‌্যামলীতে সড়ক অবরোধ করেন প্রতিবন্ধী রিকশাচালকরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর থেকে মিছিল নিয়ে তারা শ‌্যামলীতে গিয়ে সড়ক অবরোধ করেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ।

তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন উর রশীদ বলেন, ‘রিকশাচালকরা গণভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে চেষ্টা করছি।’

বিক্ষুব্ধ রিকশাচালকরা বলেন, ‘সম্প্রতি রাজধানীতে ব‌্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে ট্রাফিক বিভাগ। তারই অংশ হিসেবে বিপুল পরিমাণ অটোরিকশা তারা জব্দ করে। এরইমধ্যে বেশ কিছু প্রতিবন্ধী চালকের রিকশাও জব্দ করে। অথচ প্রতিবন্ধীরা মানবিক কারণে ব‌্যাটারিচালিত রিকশা চালাতে পারেন। তারপরও ট্রাফিক পুলিশ রিকশা জব্দ করে। বিভিন্ন সময় হাজার হাজার টাকা রেকারিং বিল করে। রিকশা চালাতে না পেরে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। রিকশা চালানোর দাবিতে এখন রাস্তায় নামতে হয়েছে।’ 

 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়