ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের দাবি পেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২ নভেম্বর ২০২০  
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের দাবি পেশ

করোনার কারণে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। করোনার প্রাদুর্ভাব শুরুর আগে বেশকিছু বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে ফেরেন। ইতোমধ্যে তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের একাংশ সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মাসুদ বিন মোমেনের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন ও দাবি পেশ করেন।

পররাষ্ট্র সচিব এ সময় বিদেশি শ্রমিক প্রবেশের ব্যাপারে মালয়েশিয়ায় চলমান নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন। তিনি জানান, শ্রমিকদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আলোচনা চলছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে ফেরা শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়ায় যাওয়ার বিষয়টি সে দেশের কাছে তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট নিয়োগদাতার অনুরোধের ভিত্তিতে শ্রমিকদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও মালয়েশিয়ায় তাদের প্রবেশাধিকার দেওয়া হবে বলে সে দেশের কর্তৃপক্ষ বাংলাদেশকে আশ্বস্ত করেছে। শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। তাদের দাবি সম্পর্কে সরকার অবগত আছে।

এ সময় শ্রমিক প্রতিনিধিরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, শিগগিরই তাদের সমস্যার সমাধান হবে।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়