ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গুজবের বিষয়ে সতর্ক থাকতে পুলিশের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৪৮, ২ নভেম্বর ২০২০
গুজবের বিষয়ে সতর্ক থাকতে পুলিশের আহ্বান

দেশকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে পুলিশ। এ বিষয়ে জনগণকে সতকর্ থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২ নভেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা যেকোনো প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য ও সংবাদ যাচাই ছাড়া বিশ্বাস না করতে আহ্বান জানানো হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব বেআইনি কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। যেকোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। কেউ অহেতুক গুজব ছড়ালে তদন্তপূবর্ক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়