ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রযুক্তির কারণে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বেড়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ২০:০২, ৪ নভেম্বর ২০২০
‘প্রযুক্তির কারণে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বেড়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ বর্তমানে যেকোনো অপরাধ রোধ করতে সক্ষম। কারণ, তারা প্রযুক্তির সদ্ব্যবহার জানে। প্রযুক্তির কারণে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বেড়েছে।’

বুধবার (৪ নভেম্বর) রাজধানীতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন কানেক্টিভিটির ফলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়বে। বাহিনীর বিভিন্ন পর্যায়ের স্পর্শকাতর তথ্য আদান-প্রদানসহ অভ্যন্তরীণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘এই কানেক্টিভিটি কার্যক্রমের পাশাপাশি আমরা অনলাইনে জিডি করার পাইলট প্রকল্প চালু করেছি। আশা করছি, দ্রুত সময়ে আমরা সারা দেশের থানাগুলোতে অনলাইন জিডি প্রযুক্তি পুলিশের হাতে তুলে দিতে পারব। ইতোমধ্যে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ এর মাধ্যমে বাংলাদেশের মানুষ সেবা পাচ্ছে। এই সেবা চালুর সময়কাল তিন বছরের কম। এ পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ফোন এসেছে। এই সেবার মাধ্যমে শেখ হাসিনা সরকার ২৪ ঘণ্টা বাংলাদেশের মানুষকে সেবা দিচ্ছে। এই প্রযুক্তির মাধ‌্যমে প্রথম ধাপে বাংলাদেশ পুলিশের ১ হাজার কার্যালয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সংযোগ দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে অন্যান্য স্থানেও সংযোগ দেওয়া হবে।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়