ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৪ নভেম্বর ২০২০  
ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

প্রজনন মৌসুমের কারণে ২২ দিন বন্ধ থাকার পর বুধবার (০৪ নভেম্বর) রাত ১২টার পর ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠছে। 

মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুম হিসেবে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ নিষিদ্ধ করে সরকার। 

তবে এ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দেশের বিভ্ন্নি জেলায় অনেক জেলেকে জরিমানা করা হয়। জব্দ ও পোড়ানো হয় জাল। এজন্য প্রশাসন, পুলিশ, র‌্যাব, নৌপুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় ও তদারকির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি টিম কাজ করে।

১৯৫০ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ আইন (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস অ্যাক্ট, ১৯৫০) অনুযায়ী প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমের একটি নির্দিষ্ট সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর উপকূলীয় জেলাগুলোর জেলেরা ইলিশ শিকারে সাগরে নামার অপেক্ষা করছেন।

ঢাকা/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়