ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংসদ চত্বরে চারারোপণ করলেন ৭ এমপি

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৬ নভেম্বর ২০২০  
সংসদ চত্বরে চারারোপণ করলেন ৭ এমপি

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে গাছের চারারোপণ করেছেন ৭ জন সংসদ সদস্য (এমপি)।

শুক্রবার (০৬ নভেম্বর) চারারোপণ করেন আনোয়ারুল আশরাফ খান, শিরীন আখতার, উম্মে কুলসুম স্মৃতি, মো. নুরুজ্জামান বিশ্বাস, সাগুফতা ইয়াসমিন, সামছুল আলম দুদু এবং সেখ সালাহউদ্দিন।

চারারোপণ শেষে আনোয়ারুল আশরাফ খান বলেন, কর্মসূচির মূল উদ্দেশ্য মুজিববর্ষকে স্মরণীয় করে রাখা। মুজিববর্ষ যেন আগামী প্রজন্মের মধ্যে বেঁচে থাকে এবং চিরকাল বাঙালির হৃদয়ে জেগে থাকে।

শিরীন আখতার বলেন, বৃক্ষ মানেই জীবন, আর মানুষ বেঁচে থাকার শক্তি পায় প্রকৃতির অন্যতম উপাদান বৃক্ষ থেকে। এই চারারোপণ কর্মসূচি পুরো জাতির সঞ্জিবনী শক্তি হবে। 
 
সাগুফতা ইয়াসমিন বলেন, দেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিবেশকে বাঁচাতে হলে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চারারোপণের বিকল্প নেই।

সামছুল আলম দুদু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার আহ্বানে আমরা ৩৫০ সংসদ-সদস্য চারারোপণ করছি। বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা পিছিয়ে আছি। তা মেটানোর জন্য চারারোপণ কর্মসূচির বিকল্প নেই। 

সেখ সালাহউদ্দিন বলেন, রোপণ করা চারাগুলো আগামী প্রজন্মের জন্য সাক্ষী হয়ে থাকবে।
 
মুজিববর্ষ উপলক্ষে ৫০০ বৃক্ষের চারারোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই এ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ঢাকা/আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়