ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সংসদের বিশেষ অধিবেশন শুরু রোববার 

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:৫৪, ৭ নভেম্বর ২০২০
সংসদের বিশেষ অধিবেশন শুরু রোববার 

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে আগামীকাল।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় একাদশ সংসদের দশম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

এর মধ্য দিয়ে করোনা পরিস্থিতির মধ্যে আরও একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই অধিবেশনের আহ্বান করা হয়। গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথা থাকলেও করোনার প্রভাবে তখন তা স্থগিত করা হয়। 

এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে চলে নবম অধিবেশন। প্রতি কার্যদিবসে ৭০-৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়। করোনার কারণে মাঝখানে গ্যাপ দিয়ে আসন বিন্যাস করা হয়। করোনার নেগেটিভ সনদ নিয়ে অধিবেশনে যোগ দিতে হয় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। দশম অধিবেশনেও একই শর্ত বেধে দেওয়া হয়েছে। 

তথ‌্যসূত্র: বাসস 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়