ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ইতিহাস তার নিজস্ব গতিতেই চলে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১১ নভেম্বর ২০২০  
‘ইতিহাস তার নিজস্ব গতিতেই চলে’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম বলেছেন, ইতিহাসকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ওপর আনা প্রস্তাবে সাধারণের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ ও কর্মের মৃত্যু কখনো বাংলাদেশে হবে না। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস বিকৃতি শুরু করে খুনিরা। বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার চেষ্টা করেছে। মনে রাখতে হবে ইতিহাসকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে।

শেখ ফজলুল করিম বলেন, বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা ইনডেমনিটি দিয়েছিল। মোস্তাক ইনডেমনিটি দিলো জিয়া তা সংসদে পাস করে নিলো। ইনডেমনিটি দিলো নিজেদের রক্ষা করার জন্য। জিয়া-মোস্তাক বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস বিকৃতি শুরু করলো।

ঢাকা/আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়