ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢামেক হাসপাতালের পরিচালকের বিদায়

মেডিক‌্যাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১৫ নভেম্বর ২০২০  
ঢামেক হাসপাতালের পরিচালকের বিদায়

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিদায় নিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) ঢামেক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক-নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের কাছ থেকে বিদায় নেন তিনি। ২০১৭ সালে এ হাসপাতালের ৫০তম পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এ কে এম নাসির উদ্দিন।

এর আগে সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালে অবস্থিত বাংলাদেশ মেডিক‌্যাল রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিকদের কাছ থেকে বিদায় নেন এ কে এম নাসির উদ্দিন। বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি হাসপাতালে যোগ দেওয়ার পর থেকে শুনতে থাকি, জায়গা নেই, যন্ত্রপাতি নেই, জনবল নেই। আমি চেষ্টা করেছি, আমাদের যা কিছু আছে তার মধ্যে আরো নতুন কিছু সংযোজন করে সেবার মান বাড়ানোর। পর্যায়ক্রমে হাসপাতালের জরুরি বিভাগসহ সব বিভাগকে উন্নত করা হয়েছে। নতুন নতুন বিভাগও চালু করা হয়েছে।’

করোনা মোকাবিলায় চ্যালেঞ্জের কথা তুলে ধরে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘দেশে করোনার শুরু থেকে মানুষের মনে আতঙ্ক ছিল। আমি সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বন্ধের দিনও হাসপাতালে এসে চিকিৎসক, কর্মচারীদের সাথে কাজ করেছি। আমাদের হাসপাতালের অনেক চিকিৎসক রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক কর্মকর্তা- কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন।’

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘যেহেতু আমি ঢামেক পরিচালক। আমার যদি করোনা পরীক্ষার পরে পজিটিভ রিপোর্ট আসতো, তাহলে আইসোলেশনে থাকতে হতো। তখন হাসপাতাল চালাতো কে? এ কথা চিন্তা করে করোনা পরীক্ষা করাইনি। স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালের সকলকে নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। আজ হাসপাতালে আমার শেষ দিন। আজ করোনা পরীক্ষা করিয়ে যাবো।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সব সময় আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন। আমাদের যে সমালোচনা হয়েছে, তা আমাদের কিছু ব্যর্থতার কারণেই হয়েছে।’

হাসপাতালের নতুন পরিচালকের বিষয়ে এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘তিনি আরও অভিজ্ঞ। আশা করি, তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করবেন।’

অনুষ্ঠানে হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ, সহকারী পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন, নার্সদের নেতা মো. কামাল পাটুয়ারী ও বিএমআরএ’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বাবুসহ মেডিক‌্যাল রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মেডিক‌্যাল রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢামেক হাসপাতালের বিদায়ী ও নতুন পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ঢাকা/সাইফুল/বুলবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়