ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টিকাটুলির মেথরপট্টিতে পুড়েছে ১২ বসতঘর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ২১:৩৫, ১৬ নভেম্বর ২০২০
টিকাটুলির মেথরপট্টিতে পুড়েছে ১২ বসতঘর

ফাইল ফটো

রাজধানীর টিকাটুলির মেথরপট্টিতে ১২টি বসতঘর পুড়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে মেথরপট্টির একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ রাইজিংবিডিকে জানিয়েছেন, সুইপার কলোনির ১২টি টিনশেড ঘর পুড়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তিন সদস‌্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই কলোনিতে সিটি করপোরেশনের সুইপাররা দীর্ঘদিন ধরে বাস করছেন। তারা কলোনির পাকা ঘর ছাড়াও ছাদের ওপর এবং আশপাশে বেশকিছু আধা পাকা ও টিনশেড ঘর তৈরি করেছেন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়