ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি নির্ধারণ করে দেবে সরকার 

সচিবালয় প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৮ নভেম্বর ২০২০  
বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি নির্ধারণ করে দেবে সরকার 

করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোকে পূর্ণ সহায়তার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চিকিৎসা ফি, টেস্ট ফিসহ অন্যান্য ফি সরকার নির্ধারণ করে দেবে।’

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে  ‘স্বাস্থ‌্যসেবা বিষয়য়ক পর্যালোচনা সভা’য় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোকে ক্যাটাগরিভিত্তিক ফি নির্ধারণ করে দেওয়া হবে। এজন্য মন্ত্রণালয় থেকে কিছু দিনের মধ্যেই একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। এই কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান, সাধারণ সম্পাদক আনোয়ার খান, ঢাকা মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদসহ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা।                   

ঢাকা/আসাদ/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়