ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা মোকাবিলায় আপৎকালীন সহযোগিতা পেয়েছি: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৮ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৭, ১৮ নভেম্বর ২০২০
করোনা মোকাবিলায় আপৎকালীন সহযোগিতা পেয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন আর্থিক সংস্থাগুলো বাংলাদেশকে সহায়তা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,
‘করোনার সময় আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলে উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে জরুরি আপৎকালীন সহযোগিতা পেয়েছি।’

 বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। 

এর আগে  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় জাপানের কাছ থেকে ২ হাজার ৭২০ কোটি টাকা আর্থিক সহায়তা পাচ্ছি। এছাড়া, এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৬০ কোটি মার্কিন ডলার এবং টিকা ও চিকিৎসা সামগ্রীর জন্য ৩০ লাখ মার্কিন ডলার দিচ্ছে।’
 
শেখ হাসিনা বলেন, ‘করোনাকালীন কর্মসংস্থানের জন্য বিশ্বব্যাংক ১০৫ কোটি মার্কিন ডলার দিয়েছে। আবার  ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তৈরি পোশাক খাতের জন্য ১১ কোটি ইউরো সহায়তা পেয়েছি। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তৈরি পোশাক ও চামড়া শিল্পের জন্য ১১ কোটি ৩০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’

এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বলেও প্রধানমন্ত্রী জানান।

ঢাকা/আসাদ/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়