ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, নামতে পারে শীত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:১৫, ২০ নভেম্বর ২০২০
রাজধানীতে হঠাৎ বৃষ্টি, নামতে পারে শীত

ছুটির বিকেলে এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানী। আর এ বৃষ্টিতে শীত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ রাইজিংবিডিকে বলেন, এই বৃষ্টির পর শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তিনি আরও বলেন, শনিবার (২১ নভেম্বর) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

বৃষ্টিতে রাস্তায় আটকে পড়া মামুন রাইজিংবিডিকে বলেন, হঠাৎ বৃষ্টি নামার কারণে হালকা শীত অনুভব হচ্ছে। একইসঙ্গে গন্তব‌্যে পৌঁছতে দেরি হচ্ছে।

বেসরকারি কর্মকর্তা রাজীব বলে, এই বৃষ্টিতেই মনে হয় শীত নেমে যাবে। এখনই শীত শীত লাগছে। তবে বৃষ্টির কারণে রাস্তাঘাটের ধুলাবালি কমবে। 

পোশাক বিক্রেতা রহমান বলেন, হঠাৎ বৃষ্টির কারণে মালামাল নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। তবে বৃষ্টির কারণে শীত পড়তে পারে। আর শীত এলে বেচাকেনা ভালো হবে। 

এদিকে, রাজধানীতে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা রেকর্ড করা হয়নি বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

ঢাকা/সাইফুল/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়