ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাফার গুদামগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২১ নভেম্বর ২০২০  
বাফার গুদামগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ

সারের মজুদ সক্ষমতা বাড়ানোর জন্য সব বাফার গুদামের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গুদামজাত সার যাতে কোনোভাবে অপচয় ও নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আয়োজিত ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন উদ্বোধনকালে এসব নির্দেশনা দেন শিল্প প্রতিমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন অব্যাহত রাখায় বিসিআইসি কর্তৃপক্ষসহ কারখানাগুলোর কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানান শিল্প প্রতিমন্ত্রী। তিনি কারখানার শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। কারখানা নিয়মিত মেরামত এবং উৎপাদন অব্যাহত রাখার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকদের সব সময় তৎপর থাকতে বলেন কামাল আহমেদ মজুমদার।

প্রতিমন্ত্রী শিল্প কারখানাগুলোকে লাভজনক করার জন্য কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করতে ব্যবস্থাপনা পরিচালকদের পরামর্শ দেন।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়