ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পান্থপথে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

মেডিক্যাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২২ নভেম্বর ২০২০  
পান্থপথে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর পান্থপথে তিতাস গ্যাসলাইন লিকেজের মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন দগ্ধ হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে এ ঘটনা। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- আব্দুল্যাহ (৫৫) আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)। 

তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম রতি এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে পান্থপথে গ্যাস লিকেজের স্থানে মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেওয়ামাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আমাদের স্টাফ। আজিম এবং রুহুল আমিন ডে-লেবার। তবে এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন বলে জেনেছি। তার নামপরিচয় জানতে পারিনি।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃতপক্ষে কিসের বা কী কারণে ঘটেছে তা এখনও জানা যায়নি। মূলত তিতাস গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। তবে আহত আজিম এখনো ভর্তি। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র। তিনি বলেন, এ ধরনের কোনো খবর পাইনি আমরা। খোঁজ নিয়ে দেখছি।

ঢাকা/সাইফুল/বুলবুল/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়