তথ্য ও অর্থের নিরাপত্তা দেওয়া বড় চ্যালেঞ্জ: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সব নাগরিক এবং রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগের অধীন সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম (সিআইআরটি) গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও ডাটা সুরক্ষায় কাজ করতে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান এবং রাকাবের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খান ও রাজউকের পক্ষে চেয়ারম্যান মো. সাইদুল আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
তথ্য ও অর্থের নিরাপত্তার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দেখা দিয়েছে, উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ডেটা সায়েন্টিস্ট তৈরির জন্য কাজ করছে আইসিটি বিভাগ।’
তিনি বলেন, ‘প্রযুক্তির কল্যাণে দ্রুত ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। সরকারের বিভিন্ন সার্ভিস বাড়ছে। বর্তমানে সরকারের ন্যাশনাল পোর্টালে ৪৩ হাজার ওয়েবসাইট রয়েছে। এগুলো ডেটা সেন্টারে সংরক্ষণ করা হচ্ছে। মাইগভ মোবাইল অ্যাপ্লিকেশনে ৬৪০টির বেশি সার্ভিস দেওয়া হচ্ছে। কোভিড মহামারির সময় সবকিছু বন্ধ থাকার পরও ৮ মাসে ১০ লাখের বেশি ই-নথি সম্পন্ন হয়েছে। সরকারের সব কাজ ই-নথির মাধ্যমে সচল ছিল।’
প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য ও অর্থ সংরক্ষণের জন্য সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। এজন্য ডিজিটাল সিকিউরিটি এজেন্সি সার্বিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানান প্রতিমন্ত্রী।
ঢাকা/হাসান/রফিক