ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘গবেষণার ক্ষেত্রে বড় রোগ কাট-পেস্ট’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২৪ নভেম্বর ২০২০  
‘গবেষণার ক্ষেত্রে বড় রোগ কাট-পেস্ট’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের উন্নয়নে শিক্ষার পাশাপাশি গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার ক্ষেত্রে ভাষাগত দুর্বলতা বড় সমস্যা। আরেকটি বড় রোগ হচ্ছে কাট-পেস্ট। ইন্টারনেট আসার পর গবেষণার ক্ষেত্রে এটি বড় রোগে পরিণত হয়েছে।’ 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘কম্প্রিহেনসিভ লার্নিং ম‌্যানেজমেন্ট সিস্টেম, রিমোট প্রক্টোরিং উইথ প্লেজিয়ারিজম চেক’ সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গবেষণা খুব বড় একটি জায়গা। সেই গবেষণার কাজটি আমাদের করতে হবে। দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো গবেষণা করছে। তবে গবেষণায় আমাদের একটা জায়গাতে একটু দুর্বলতা আছে। সেই দুর্বলতার কারণে হয়তো আমরা অনেক ভালো গবেষণাও অনেক জায়গায় পৌঁছাতে পারি না। সেটা হচ্ছে আমাদের ভাষার ক্ষেত্রে দুর্বলতা। শুধু ইংরেজি ভাষায় নয়, বাংলা ভাষার ক্ষেত্রেও অনেক দুর্বলতা আছে। কারণ, আমদের শেখানোর পদ্বতির মূলেই এ সমস্যা বিদ্যমান।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় শিখন পদ্ধতিতে পরিবর্তন আনা খুব প্রয়োজন। সেটি আমরা করার চেষ্টা চালাচ্ছি।’

ডা. দীপু মনি বলেন, ‘শুধু কারিকুলাম পরিবর্তন-পরিমার্জন নয়, অবকাঠোমো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার—সবদিকে এবং সবকিছু নিয়ে আমরা একযোগে কাজ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।’

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়