ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ নভেম্বর ২০২০  
বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে রক্তদান কর্মসূচি

বাংলাদেশ ও চীনের মধ্যে ৪৫ বছরের কূটনৈতিক সম্পর্ক স্মরণীয় করতে অনুষ্ঠিত হয়ে গেলো রক্তদান কর্মসূচি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খান মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড (সিবিএফসিএল)।

কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সমাজকল্যাণ বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মাদ শরিফুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতা পুরো পৃথিবী দেখেছে। এই সময়ে যারা স্বেচ্ছায় রক্তদান করতেন, তাদের সংখ্যা কমে গেছে। তবুও আমাদের কিছুটা উপকার হতো, যারা রক্তদান করতেন তাদের মাধ্যমে। আমরা বলতে চাইছি, করোনাভাইরাস আমাদের সঙ্গে আছে, থাকবে হয়তো। এটি সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা চেষ্টা করেছি একটা ব্লাড ডোনেশনের অনুষ্ঠানের আয়োজন করতে। ’

তিনি বলেন, ‘আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো, চীন এবং বাংলাদেশের মানুষদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিএফসিএল’র জ্যেষ্ঠ সহ-সভাপতি গুয় পেই লিন পিটার, বাণিজ্য ও শিল্প সংক্রান্ত পরিচালক হান্নান খান, প্রশাসনিক পরিচালক এম এন এইচ মুনির প্রমুখ।

ঢাকা/এসআই/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়