ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সমন্বিত পদক্ষেপের সুপারিশ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ২৬ নভেম্বর ২০২০  
মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সমন্বিত পদক্ষেপের সুপারিশ

মরণনেশা মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এতে সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আব্দুল মান্নান, ফখরুল ইমাম, গোলাম মোহাম্মদ সিরাজ, আরমা দত্ত উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুপারিশ করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, বৈঠকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দক্ষ জনবল বৃদ্ধি, চিকিৎসা ও আবাসন সুবিধা বাড়ানো এবং দায়িত্ব পালনে তদারকি বাড়ানোর সুপারিশ করা হয়।
    
দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জোরালো ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়ির সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, আইএমইডি’র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়