ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আলী যাকের ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মানুষ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৬, ২৭ নভেম্বর ২০২০
‘আলী যাকের ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মানুষ’

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকের-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (২৭ নভেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, আলী যাকের ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, নির্দেশক, নাট্যসংগঠক ও লেখক। মহান মুক্তিযুদ্ধে এবং মঞ্চ ও টেলিভিশনে দাপুটে অভিনয়সহ শিল্প-সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রায় চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইয়ামিন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়