ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সরকার দ্রব্যমূল‌্যের ঊর্ধ্বগতি পরোয়া করে না’

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৮ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৪০, ২৮ নভেম্বর ২০২০
‘সরকার দ্রব্যমূল‌্যের ঊর্ধ্বগতি পরোয়া করে না’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার দ্রব্যমূল‌্যের ঊর্ধ্বগতি পরোয়া করে না। তারা কথা বলে এক, আর কাজে করে আরেক।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চাল, পেঁয়াজ, আলুসহ দ্রব্যমূল‌্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘দেশে দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে ভারত সরাসরি জড়িত। ভারতে গো মন্ত্রণালয় সৃষ্টি হয়, আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে কর্মকর্তাদের বিদেশে পাঠায়।’

দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনসহ আরও অনেকে। 

ঢাকা/শিহাব/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়