ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৯ নভেম্বর ২০২০  
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

সাত দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। হাইকোর্টের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই অবস্থান নেন শিক্ষকরা। পুলিশ তাদের সঙ্গে কথা বলে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে বাকিদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব বশির আফতাব বলেন, ‘আমরা ১৫ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা অনশনে বসব।’

শিক্ষকদের দাবিগুলো হলো—ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কোড নম্বরবিহীন মাদ্রাসাগুলোকে কোড নম্বর দেওয়া, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন, প্রাথমিক বিদ‌্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, ইবতেদায়ি মাদ্রাসায় আসবাবপত্র সরবরাহ ও ভবণ নির্মাণ এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্থায়ী নিবন্ধনের ব্যবস্থা করা।

ঢাকা/সাইফুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়