Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৫ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২১ ১৪২৮ ||  ২৪ জিলহজ ১৪৪২

নভেম্বরে ৩৫৩ নারী ও শিশু নির্যাতনের শিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:৪২, ২ ডিসেম্বর ২০২০
নভেম্বরে ৩৫৩ নারী ও শিশু নির্যাতনের শিকার

সারা দেশে গত নভেম্বর মাসে ৩৫৩ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৮ জন গণধর্ষণসহ ১৫০ জন ধর্ষণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় মহিলা পরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৯৪ জন কন্যা শিশু ধর্ষণের শিকার ও সাত জন কন্যা শিশু গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া, সাত শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। ১১৫ জন শ্রীলতাহানি শিকার হয়েছে। তিনজন শিশুসহ সাতজন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিড দগ্ধের শিকার হয়েছে ৪ শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে এক জনের। আর অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন। এর মধ্যে ২ জন মারা গেছে। ৭ শিশুকে অপহরণ করা হয়েছে। বিভিন্ন কারণে ১২ শিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া, ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ৪ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। পাচারের শিকার হয়েছে ৫ জন। গত এক মাসে বাল‌্যবিবাহ হয়েছে ১৪ জনের। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়