RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১২ ১৪২৭ ||  ১০ জমাদিউস সানি ১৪৪২

করোনার প্রথম ও দ্বিতীয় ধাক্কায় বড় তারতম্য দেখেন না পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:৫৫, ৩ ডিসেম্বর ২০২০
করোনার প্রথম ও দ্বিতীয় ধাক্কায় বড় তারতম্য দেখেন না পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘করোনার প্রথম ধাক্কা বা দ্বিতীয় ধাক্কায় তেমন কোনো বড় তারতম্য আমার চোখে পড়েনি। করোনা সংক্রমণ বা মৃত্যুর সংখ্যার কথা যদি বলেন, সেরকম আপ-ডাউন রেট কিন্তু দেখিনি। স্মুথ অবস্থায় আছে।’

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দ্বিতীয় ওয়েভের বিষয়ে যেটি বলা হচ্ছে, সুনির্দিষ্টভাবে আমার ধারণা, কোথাও সেভাবে হয়নি। দু-একটি দেশে করোনার সংক্রমণ একটু বেড়েছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেকেন্ড ওয়েভ বিষয়ে আমাদের পরিকল্পনার কথা যদি বলেন, প্রথম ধাক্কায় আমরা একটু হকচকিয়ে উঠেছিলাম। তার পরে আমরা যে কৌশল নিয়েছিলাম—মোকাবিলা করো, তারপর আক্রমণ করো। আমরা মোকাবিলা করি, মৃত্যু কমাই, ইফেকশন কমাই ও সেবা দেই।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়