RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০৩ জমাদিউস সানি ১৪৪২

নদী ভাঙ্গনের তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৩, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:১৪, ৫ ডিসেম্বর ২০২০
নদী ভাঙ্গনের তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

নদী ভাঙ্গনের তাৎক্ষনিক ব্যবস্থা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

শুক্রবার (৪ ডিসেম্বর) বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, উজিরপুর উপজেলার সাতলাতে আমাদের মন্ত্রণালয়ের ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যেটি দেখতে এসে সাতলায় নদীর তীর ও বাঁধে ভাঙ্গনের বিষয়টি দেখতে পেয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। যেখানে একাংশের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাকী কাজ ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তবে বাকী অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কিভাবে এটিকে রক্ষা করা যায়। বাঁধটা মেরামত করা হবে। যাতে এলাকাবাসী নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়।

আসাদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়